ইউরি গ্যাগারিন মেমোরিয়াল

১৯৬১-র ১২ এপ্রিল ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসাবে মহাকাশে যান। ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩০০ কিলোমিটার উচ্চতায় রাশিয়ার মহাকাশ যান ভস্তক ১-এ পৃথিবীকে ৮৯ মিনিটে প্রদক্ষিণ করেন ২৭ বছরের টেস্ট পাইলট গ্যাগারিন। মহাকাশে এক ঘণ্টা ৪৮ মিনিট কাটিয়ে পৃথিবীতে ফিরে আসার পরেই রাতারাতি জাতীয় নায়কে পরিণত হন তিনি। রাশিয়ার রাষ্ট্র সম্মান অর্ডার অফ লেনিন প্রদান থেকে শুরু করে বিভিন্ন শহরে প্রতিষ্ঠিত হয় গ্যাগারিনের সম্মানে মনুমেন্ট। সঙ্গের ছবিটি মস্কোর গ্যাগারিন মনুমেন্টের। কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামেও তাঁর মহাকাশযাত্রার ৫০ বছর পূর্তিতে ইউরি গ্যাগারিনের একটি আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হয়।

বিড়লা প্ল্যানেটরিয়ামে গ্যাগারিনের মূর্তি

বিড়লা প্ল্যানেটরিয়ামে গ্যাগারিনের মূর্তি

সেরগেই করোলেভ

সেরগেই করোলেভ

সেই সময় আমেরিকা এবং রাশিয়ার তীব্র প্রতিযোগিতা ছিল মহাকাশ যাত্রা নিয়ে। এই স্পেস রেস-এ আমেরিকাকে পেছনে ফেলে রাশিয়া মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ১ পাঠায় ১৯৫৭ সালে। আমেরিকা ১৯৬১-র মে মাসে মহাকাশে মানুষ পাঠানোর তোড়জোড় করছিল। কিন্তু সেখানেও তাদের ওপর তুরুপ ফেলে মাসখানেক আগেই রাশিয়া দৌড়ে জিতে যায়। রাশিয়ার মহাকাশযাত্রা এই সাফল্যের পেছনে মূল নায়ক ছিলেন সেরগেই পাভলোভিচ করোলেভ। কিন্তু রাষ্ট্রনায়কদের নেকনজরে না থাকায় তিনি আমৃত্যু ছিলেন পর্দার আড়ালেই। মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ, মহাকাশে প্রথম প্রাণী (কুকুর লাইকা), মহাকাশে প্রথম মানুষ, প্রথম স্পেস ওয়াক, চাঁদে প্রথম মহাকাশ যান অবতরণ, শুক্র গ্রহে প্রথম মহাকাশ যান অবতরণ– সোভিয়েত রাশিয়ার একের পর এক মহাকাশ যাত্রার সাফল্যে এই মানুষটা শুধুমাত্র ‘চিফ ডিজাইনার’ হিসাবেই উল্লেখিত হয়ে থেকে গেছেন।

Leave a Reply

Your email address will not be published.