১
বিশ্বকবি রবি ঠাকুর
সবাই বলে কবি ঠাকুর
কেউ বা বলে ‘কবিগুরু’
আমরা বলি ছবি ঠাকুর।
যে যে নামেই ডাকুক তোমায়
তুমি ঠাকুর গানের
তোমার মতো ক-জন মানুষ
আছে বিশ্বমানের?
ঠাকুর তুমি মূর্ত প্রতীক
শঙ্কাহীন এক রাজার
তোমার পূজ্যপদে জানাই
প্রণাম হাজার হাজার!
২
কবিগুরু দেখতে কেমন
ঠিক যেন এক দাদুর মতন
কবিগুরু কেমন ছিলেন
লালন সাঁইয়ের মানুষ-রতন।
দাদুর মতন, মানুষ-রতন
ছিলেন তিনি ভাই রে!
এমন মানুষ ভবের মাঝে
আর কি খুঁজে পাই রে!
৩
ছিলেন কবি, অভিনেতা, শিল্পী এবং গল্পকার
রবির প্রতি বলুন দেখি শ্রদ্ধা আছে অল্প কার?
সুরের রাজা নাটক লেখেন, ছিলেন ঔপন্যাসিক
সম্পাদনাও করেছিলেন একটি-দুটি মাসিক
নিজের হাতে গড়েছিলেন শান্তিনিকেতন
এমন কর্মবীরের মতো, আর আছে কয়জন?
৪
খুলনার ফুলতলা গিয়েছিনু গতবার
সেইখানে কবি তুমি এসেছিলে কতবার!
সেইখানে পেয়েছিলে বিবাহের পাত্রী
হাসিমুখে করেছিলে যারে সহযাত্রী!
কবিগুরু পেয়েছিল বধূ মৃণালিনীকে
কবি নাকি ফুলতলা, বলো বেশি ঋণী কে?
৫
বাংলাদেশের পতিসর আর সাজাদপুরের বাড়ি
যেথায় বসে করছ শাসন, নিজের জমিদারি—
এখনো ঠিক আগের মতো তোমার স্মৃতি বহে
কবি তুমি আসবে না আর নিজের শিলাইদহে?
সেইখানে সেই কুঠিবাড়ি, তোমার রাজ্যপাট
দায় দাঁড়িয়ে ডাকছে তোমায় বিরাণ ক্ষেতের মাঠ!
আবার এসো তোমার প্রিয় সোনার বাংলাদেশে
আমরা তোমায় বরণ করি গভীর ভালোবেসে।
ডাকছে তোমায় পাখপাখালি, বাংলাদেশের নদী
একটিবারের জন্য তুমি, আসতে ফিরে যদি!
Leave a Reply