১৯২৯ সালের ১৫ মে আমেরিকার অ্যাকাডেমি অফ মোশান পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স (সংক্ষেপে AMPAS) প্রথম আকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান করেন। এম জি এম স্টুডিওর কর্ণধার লুইস মায়ারের উদ্যোগে ১৯২৭-এ এই অ্যাকাডেমি প্রতিষ্ঠিত হয় আমেরিকার চলচ্চিত্র জগতের উন্নতির লক্ষ্যে।
এখন যেমন সিল আঁটা খামে পুরস্কারপ্রাপকদের নাম থাকে আর সেটা ঘোষণা করার হয় পুরস্কার দেওয়ার মুহূর্তে, তখন তেমনটা ছিল না। কারা পুরস্কার পেতে চলেছেন সবাই জানতেন আগে থেকেই। উল্লেখ করার মতো ব্যাপার হল, সেই সময় সবে সবাক চলচ্চিত্র শুরু হয়েছে, যাকে বলা হত ‘টকি’। যেহেতু বেশির ভাগ চলচ্চিত্রেই সেই সময় সংলাপ থাকত না, তাই ওয়ার্নার ব্রাদার্সের টকি ‘দ্য জ্যাজ সিঙ্গার’কে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে মনোনয়ন দেওয়া হয়নি। বিচারকদের মনে হয়েছিল, সেটা অন্য নির্বাক চলচ্চিত্রের প্রতি অবিচার হবে।
হলিউডের রুসেভেল্ট হোটেলে অনুষ্ঠিত এই প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শ্রেষ্ঠ চলচ্চিত্রের শিরোপা পায় উইলিয়াম ওয়েলমেন প্রচালিত ‘উইংস্’ ছবিটি। দু মিলিয়ন ডলারে বানানো এই চলচ্চিত্র সেই সময়ের সবচেয়ে বড় বাজেটের ছবি। অন্য উল্লেখযোগ্য পুরস্কারের প্রাপকদের নাম নিচে দেওয়া হল।
বিশেষ শৈল্পিক চলচ্চিত্র – সানরাইজ
সেরা পরিচালক (কমেডি ছবি) – লুইস মাইলস্টোন
সেরা পরিচালক (ড্রামা) – ফ্র্যাঙ্ক বোরজাজ
সেরা অভিনেতা – এমিল জ্যানিংস
সেরা অভিনেত্রী – জ্যানেট গেনর
বিখ্যাত অভিনেতা এবং পরিচালক চার্লি চ্যাপলিন তিনটে বিভাগে মনোনয়ন পেলেও একটাতেও জিততে পারেননি। তাঁকে দেওয়া হয় বিশেষ পুরস্কার।
১৯৩৯ থেকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ডাকনাম পাকাপাকিভাবে অস্কার হয়ে যায়। এই নামের পেছনে একটা বিখ্যাত গল্প আছে। অ্যাকাডেমির কার্যনির্বাহী পরিচালক মারগারেট হেরিক নাকি মন্তব্য করেছিলেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ওই সোনার জলের মূর্তি তাঁর ‘আঙ্কল অস্কার’-এর মতো দেখতে। যদিও এই প্রচলিত কাহিনির নির্দিষ্ট কোনও প্রমাণ নেই।
যাই হোক, রেড কার্পেট, বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বদের বর্ণাঢ্য উপস্থিতি, মুখ আঁটা খামে বিজয়ীদের নাম– সব মিলিয়ে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার এখনও চলচ্চিত্র জগতের অন্যতম বড় এবং পৃথিবীবিখ্যাত অনুষ্ঠান।
Leave a Reply