মোহরসোনা ইচ্ছে করেই আজ রেঁধেছে পরোটা
বাবা-মেয়ে আয়েস করে খেয়ে উঠল বারোটা
বাবামশাই চিৎপটাং উঠছে নামছে ভুঁড়িটা
তাই না দেখে হাসছে দ্যাখো মস্ত বটের গুঁড়িটা
হাহা হিহি নীরব স্বরে আকাশেতে গুড়ুম গুম
বিকট এমন শব্দ শুনে মোহররানির ভাঙল ঘুম
পড়ার মাঝে কাতর ঘুম এ তো নয় সু-অভ্যেস
এমন হলে পড়ার ভিতে পড়বে শুধু বালি-ঘেঁষ
মোহর কিন্তু গিন্নি পাকা সামলে নিল তক্ষুনি ঠিক
বাবার ভুঁড়ির নাচন দেখে চাপল হাসি, অল্প ফিক
ছবি — সুমিত রায়
Leave a Reply